আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকব্যবসায়ীর কারাদন্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান ও ২শ টাকা করে জরিমানা করেছেন। গতকাল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, উপজেলা আসাননগরের ফজলুর রহমান ওরফে ফজলুর ছেলে মহিবুল (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিলো। গতকাল উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহিবুলকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে মহিবুলকে মাদক ব্যবসার অপরাধে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ২ শ টাকা জরিমানা করেন। এরপর আলমডাঙ্গা পৌর এলাকার এলাকার এরশাদপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী তোতা (৪০) এলাকায় গাঁজা বিক্রয় করে আসছিলো। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত তোতাকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তোতাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ২শ টাকা জরিমানা করে।