আলমডাঙ্গায় পুলিশের হাতে আদম ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার নানবার গ্রামের আদম দালাল জিনারুলকে পুলিশ গ্রেফতার করেছে। বিদেশে ভালো চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নানবার গ্রামের ইজাহার বক্সের ছেলে জিনারুল ইসলাম চিহ্নিত আদম দালাল। বিদেশে নিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সে বিভিন্ন যুবকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে বিদেশে তাদের নি¤œ বেতনের কাজ দিতো বলে অভিযোগ রয়েছে। আলমডাঙ্গার কালিদাসপুর গ্রামের বজলুল হকের ছেলে শরিফুল ইসলামকে ওমানে ভালো বেতনের চাকরি দেয়ার নামে ৪ লাখ টাকা হাতিয়ে নেয়। ওমানে গিয়ে শরিফুল বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। ১০ মাস চাকরি করে বাড়ি ফিরে এসে জিনারুলের কাছে টাকা ফেরত চান। টাকা না পেয়ে অবশেষে শরিফুলের শ্বশুর হাফিজুর রহমান বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। ওই মামলায় এসআই সাইফুল গত বৃহস্পতিবার রাতে জিনারুল ইসলামকে গ্রেফতার করে।