আলমডাঙ্গায় পুলিশেন অভিযানে ইয়াবা হেরোইন ও গাঁজাসহ ৩ যুবক আটক

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ ৩ যুবককে আটক করেছে। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান মাদকবিরোধী অভিযান চালিয়ে শহরের মিয়াপাড়া থেকে ৩ যুবককে ৩০ পিস ইয়াবা, ৬ পুরিয়া হেরোইন ও ৫০ গ্রাম গাঁজাসহ ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো– দুর্লোভপুরের আব্দুল মজিদের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আলমডাঙ্গা মিয়াপাড়ার মৃত ইসমাইলের ছেলে রাশিদুল ইসলাম (২২) ও শহরের এক্সচেঞ্জপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে কালু (২৫)। তাদেরকে গতকালই সংশ্লিষত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এ অভিযানকালে ৩ যুবকের সাথে থানার আসাদ নামের এক কনস্টেবলও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। মাদক সংক্রান্ত ঘটনায় তার সম্পৃক্ততা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযানকালে প্রথমে কনস্টেবল আসাদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো কৌশলের অংশ হিসেবে। পরে এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্সসহ তাদেরকে আটক করেন।