আলমডাঙ্গার হাউসপুরে ও জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালত

 

জামজামি প্রতিনিধি:আলমডাঙ্গার হাউসপুর ব্রিজে ও জামজামি বাজারে গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতপরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুর ব্রিজে ও জামজামি বাজারে গতকাল বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালত শুরু হয়। হাউসপুর ব্রিজে অবৈধ আলমসাধু- নসিমন স্ট্যান্ডেও ব্রিজের ওপর অবৈধযানজড় করে যানজট সৃষ্টির দায়ে নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করা শরিফুল ট্রাফিক আইনে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন। একই ভ্রাম্যমাণ আদালত বাংলামোড়ের জামজামি বাজারে মিশুক ফার্মেসিতে অভিযান পরিচালিত হয়। এ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণওষুধ রাখার দায়ে ফার্মাসিস্ট ডা. সাদ আহমেদকে ড্রাগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর ১৯ধারায় ৫শ টাকা জরিমানা করেন।মেসার্স শাহ্ হার্ডওয়ারে ব্যবসায়ী ডিলিঙ লাইসেন্স না পেয়ে দোকানি তহির উদ্দিনকে নগদ ৫শ টাকা অর্থদণ্ডাদেশ দেন একই আদালত। ভ্রাম্যমাণ আদালতে নির্বার্হী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন মার্কেটিং অফিসার মো. আব্দুর রহিম।সহযোগিতায় ছিলেন জামজামি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজুল হকসহ সঙ্গীয়ফোর্স।