আলমডাঙ্গার শমসেরের বিরুদ্ধে মাছব্যবসায়ীকে মারধর ও পুকুরের বাঁধ উঠিয়ে দেয়ার অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার দোয়ারপাড়ার শমসের আলীর বিরুদ্ধে পূর্ব শত্রুতার কারণে এক মাছব্যবসায়ীকে মারধর করা ও পুকুরের বাঁধ উঠিয়ে দিয়ে প্রায় দেড়লাখ টাকার মাছ ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর ঈদগাপাড়ার মৃত খেদ আলী ম-লের ছেলে ঠাণ্ডু রহমান মাছ চাষি। গত ২ দিনের টানা বর্ষণে তার পুকুর ভাটিয়ে যাওয়ার উপক্রম হলে তিনি পুকুরের পাড়গুলো জাল দিয়ে ঘিরে রাখেন যাতে মাছ বের হতে না পারে। এরই মধ্যে গত ২১ অক্টোবর সকাল ৭টার দিকে ঠাণ্ডু রহমান তার পুকুরে গেলে পূর্ব শত্রুতার জেরধরে দোয়ারপাড়ার মৃত বাছের মণ্ডলের ছেলে শমসের আলী কয়েকজনকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়। শমসের আলীর নেতৃত্বে জোর করে পুকুরের ডুবন্ত পাড় ঘিরে রাখা জাল তুলে ফেলে। সে সময় ঠাণ্ডু রহমান বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পুকুরের ডুবন্ত পাড় ঘিরে রাখা জাল তুলে ফেলায় প্রায় দেড়লাখ টাকার মাছ পুকুর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় ঠাণ্ডু রহমান বাদী হয়ে গতকাল রোববার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।