আলমডাঙ্গার রোয়াকুলি গ্র্রামে জমিজমা নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে ভাড়াটে লোকজন দিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে। গতকাল রোববার ভাড়াটেরা অস্ত্রশস্ত্র নিয়ে রোয়াকুলি গ্রামে লঙ্কাকাণ্ড করে। তারা পাট ও কচুক্ষেত ট্রাক্টর লাগিয়ে চষে তছরুপ করে। গ্রামের রেফাউল মাস্টার ভাড়াটে লোকজন লাগিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে গ্রামের আতিয়ার রহমান পক্ষের লোকজন অভিযোগ করেছেন। আদালতে মামলা থাকা সত্ত্বেও বিরোধপূর্ণ ওই জমি দখল বেদখলের ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে আতিয়ার গং। অপরদিকে প্রতিপক্ষের লোকজনও পাল্টা হামলার অভিযোগ করেছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের আতিয়ার রহমান ও ইলিয়াস হোসেন গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ২০-৩০ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এরই মধ্যে গতকাল সকাল ১০টার দিকে ২০-৩০ জন অজ্ঞাতনামা যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রোয়াকুলি গ্র্রামে হানা দেয়। তারা আতিয়ার রহমান গংয়ের লোকজনের বাড়িতে গিয়ে গালমন্দ ও বিভিন্ন হুমকিধামকি দেয়। তারা গ্র্রামে সশস্ত্র মহড়া দিয়ে রোয়াকুলি রেলগেট সংলগ্ন খাপড়াজল মাঠের পাটক্ষেত ও কচুক্ষেত ট্রাক্টর লাগিয়ে চষে তছরুপ করে। আতিয়ার রহমান গংয়ের লোকজন অভিযোগ করে বলেছেন, গ্রামের রেফাউল মাস্টার ভাড়াটে লোকজন নিয়ে এসে এ ঘটনা ঘটিয়েছেন। অপরদিকে এক বৃদ্ধ ও দুই নারীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে আতিয়ার রহমান গংয়ের বিরুদ্ধে। ভোর ৫টায় আব্দুর রহমান (৭০), তার স্ত্রী পুটোটুনি (৬০) ও আসাদুলের মেয়ে আনজুমান আরা সিমা (২০) গতকাল রোববার ভোর ৫টার দিকে বরজে পান গোছার কাজ করছিলেন। এ সময় আতিয়ার রহমান গংয়ের লোকজন পান ছিটিয়ে দিয়ে তাদেরকে মারধর ও কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।