আলমডাঙ্গার রায়লক্ষ্মীপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাসকরার রায়লক্ষ্মীপুর গ্রামের গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়া মামলার বাদী গৃহবধূর পিতাকে বিভিন্ন মহল থেকে মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগসূত্রে জানা যায়, গত ৪ বছর আগে আলমডাঙ্গার বলেশ্বরপুর গ্রামের আশাদুলের মেয়ে রোজিনা খাতুন (২২) ও রায়লক্ষ্মীপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল মজিদের (৩০) পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়েতে ৬০ হাজার টাকা যৌতুকের দাবি ছিলো। দরিদ্র পিতা অতি কষ্টে সেই টাকা পরিশোধ করে। কিছুদিন ভালো থাকলেও বছর ঘুরতেই যৌতুকের দাবি করেতে থাকে রোজিনার স্বামী। প্রায় মারধোর করতো তাকে। চলতি মাসের ৪ তারিখ সকালে রোজিনার স্বামী আব্দুল মজিদ, ননদ শাহেরা, ননদের স্বামী রফিউদ্দিন ও মজিদের খালা আনুরা তাকে বেদম মারধোর করে হত্যা করে ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করতে থাকে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আবু জাহের ভূইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। রোজিনার স্বামী আব্দুল মজিদ গাঢাকা দেয়। পুলিশ আসার আগেই হত্যার অনেক আলামত নষ্ট করে আসামি পক্ষ। লাশের সূরতহাল রির্পোটে মাথা, হাতসহ শরিরের বিভিন্ন অংশে মারধোর করার আলামত পাই পুলিশ। লাশ উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশের দাফন কাজ সম্পন্ন করে।

অপরদিকে গৃহবধূর পিতা আশাদুল বাদী হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা করার পর থেকে মামলা তুলে নিতে আসামি পক্ষ হুমকি অব্যহত রখেছে বলে রোজিনার পিতা মামলার বাদী আশাদুল অভিযোগ করেছে।