আলমডাঙ্গার মুন্সিগঞ্জে বিকাশের ভুয়া এজেন্ট আটক : গণধোলাই

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলবাজারের বিকাশের ভুয়া এজেন্ড ভুয়া ম্যাসেজে টাকা তুলতে এসে গ্যাঁড়াকলে পড়েছে একজন। তাকে ধরে গণধোলাই শেষে ছেড়ে দিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের রেলস্টেশন সংলগ্ন লিটন ফ্লেক্সিলোর্ড ঘরে জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের ছাত্তারের ছেলে আলী হোসেন (৩৫) বিকাশের মাধ্যমে টাকা তুলতে আসে। ফ্লেক্সিলোড মালিকের মোবাইল নম্বরে বেলা ১১টা ৭ মিনিটের দিকে ০১৬২৩-৭২৮০৮৭ মোবাইল নম্বর থেকে ৮ হাজার টাকার একটি ম্যাসেজ আসে। ব্যলেন্স চেক করে দেখতে পায় বিকাশ একাউন্ট ব্যালেন্সে কোনো টাকা জমা হয়নি। সন্দেহ হলে বিকাশ এজেন্ট নম্বরে ফোন করে লিটন জানতে পারে সেটি ভুয়া ম্যাসেজ। এ সময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় ভুয়া ম্যাসেজ মালিক প্রতারক আলী হোসেনকে আটক করে গণধোলাই দেয়। ওই মোবাইল নম্বরে ফোন করলে অজ্ঞাত স্থান থেকে অজ্ঞাত ব্যক্তি জানায়, আলী হোসেন তাদের এজেন্ট। গতকাল প্রতারককে গণধোলাই শেষে স্থানীয় চেয়ারম্যান ও মণ্ডল মাতবরদের মধ্যস্থায় তাকে তার অভিবাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। লিটন জানায়, এর আগে একইভাবে ৪ বার মোট ৪০ হাজার টাকা নিয়েছে এই একই প্রতারক পার্টি।