আলমডাঙ্গার বিনোদপুরে সর্প দংশনে কিশোরের মৃত্যু

আলমডাঙ্গা ব্যুরো: সর্প দংশনে আলমডাঙ্গার বিনোদপুরের কাউসার আহমেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় কিশোর কাউসারকে সাপে দংশন করলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে কিশোরের মৃত্যু ঘটে। বিনোদপুর গ্রামের মৃত কাবিল উদ্দীনের কিশোর ছেলে কাউসার আহমেদ (১৪) খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যায়। রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করে। ওই কিশোর কাউসারকে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের এক কবিরাজের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিলো। ওই রাতে টহলরত পুলিশ তাদের কবিরাজের বাড়ি যেতে বাধা দেয়। কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু ঘটে। বিকেলে কিশোরের লাশ গ্রামের গোরস্তানে দাফন করা হয়। গ্রামবাসী জানায়, গত বছর ১৫ সেপ্টেম্বর একইভাবে সর্প দংশনে কাউসারের বড় ভাবী সাবিনা খাতুন নদীর মৃত্যু হয়।