আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনাসভা

 

 

হুমকিতে ভয় না পাওয়া ও চাদা না দেয়ার আহবান

স্টাফ রির্পোটার : আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের পূর্বকমলাপুর ব্রিজমোড়ে চুয়াডাঙ্গা এএসপি সার্কেলের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চাঁদাবাজদের হুমকিতে ভয় না পাওয়া এবং চাঁদা না দেয়ার আহ্বান জানানো হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এএসপি (সার্কেল) কামরুজ্জামান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুনির উদ্দিন মোল্লা, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, খাদিমপুর ইউপি চেয়ারম্যান শাহাজালাল, বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মিজান, পাঁচকমলাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত জনতার উদ্দেশে এএসপি (সার্কেল) বলেন, চাঁদাবাজদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অচিরেই চাঁদাবাজদের ধরে আইনের আওতায় আনা হবে। চাঁদাবাজদের মোবাইলফোনের হুমকিতে কেউ ভয় পাবেন না। কেউ চাঁদা দেবেন না। পুলিশ সব সময় আপনাদের পাশে ছিলো এবং থাকবে। চাঁদাবাজদের ধরতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। তিনি শিয়ালমারী ও বটিয়াপাড়া গ্রামবাসীর সাথে বৈঠক করেন বলে জানাগেছে।