আলমডাঙ্গার পুটিমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্র রশিদ মারা গেছে

স্টাফ রিপোর্টার: চাচার লাশের দাফন শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত স্কুলছাত্র আব্দুর রশিদ অবশেষে মারা গেলো। গতপরশু বৃহস্পতিবার দুপুরে তার মেজচাচা আলমডাঙ্গার ফুলবগাদী গ্রামের আব্দুল হামিদের দাফন শেষে বাড়ি ফেরার পথে পুটিমারী ব্রিজের ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ঘোলদাড়ি নতুন মসজিদপাড়ার জহুরুল বিশ্বাসের ছেলে আব্দুর রশিদ, ভাই রানা ও মামাতো ভাই একই এলাকার আশকার আলীর ছেলে হাসান। আহতদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুর রশিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নেয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে রাখা হয় আইসিইউতে। গতকাল ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল বিকেলে লাশ নেয়া হয় তার গ্রামের বাড়ি ঘোলদাড়ি নতুন মসজিদপাড়ায়। বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে জানাজা শেষে আব্দুর রশিদের লাশের দাফনকাজ সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিকসূত্রে জানা গেছে। আব্দুর রশিদের বড় ভাই রানাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং তার মামাতো ভাই হাসান চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।