আলমডাঙ্গার তিয়রবিলার ফারুকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে থানায় জিডি

 

 

আলমডাঙ্গা ব্যুরো: চাঁদা দাবির অভিয়োগ তুলে আলমডাঙ্গা তিয়ারবিলার ফারুকে বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন একই গ্রামের লালন। তিনি ডায়েরিতে উল্লেখ করেন গ্রামের রবিউল হক রবির ২ ছেলে ফারুক(৩৫) ও বাবুল(২৮) এলাকার কতিপয় ব্যক্তিকে সাথে নিয়ে গড়ে তুলেছে চাঁদাবাজি-অপহরণকারী গ্যাংগ্রুপ। কয়েক বছর ধরে তারা দাপটের সাথে চাঁদাবাজি ও অপহরণের ঘটনা ঘটিয়ে আসছে। সম্প্রতি বাহিনী প্রধান ফারুক তিয়ারবিলা গ্রামের কনেজ আলীর ছেলে লালনের নিকট ২ লাখ টাকা দাবি করে। চাঁদার টাকার দর কষাকষির চলে কয়েকদিন।বর্তমানে দাবিকৃত চাঁদা না দিলে লালনকে অথবা তার পরিবারের সদস্যদের অপহরণের অব্যাহত হুমকি দিচ্ছে।               গ্রামসূত্রে জানা গেছে, বাহিনী প্রধান ফারুক বর্তমানে চুয়াডাঙ্গা এলাকায় অবস্থান করে এলাকায় নীরব চাঁদাবাজি করে চলেছে। ওই গ্রামের শিক্ষক লাটিম মিয়া বলেন, কিছুদিন পূর্বে ওই গ্রুপ তার আত্মীয় একই গ্রামের লিটনের নিকটও চাঁদা দাবি করে।