আলমডাঙ্গার ডাউকিতে চুরি করে মাছ ধরা দেখে ফেলায় পুকুর মালিককে মারধরের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ডাউকি গ্রামে রাতে চুরি করে মাছ ধরা দেখে ফেলায় পুকুর মালিককে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের ঠা-ুসহ কয়েকজনের বিরুদ্ধে। গত ১৬ সেপ্টেম্বর রাতে ডাউকি গ্রামের হারুন অর রশিদের পুকুরে চুরি করে মাছ ধরতে গেলে দেখে ফেলে। পরেদিন হারুনকে একা পেয়ে মারধর করে।
জানা গেছে, উপজেলার ডাউকি গ্রামের নিজাম আলীর ছেলে হারুন অর রশিদ যমুনা ব্রিজ সংলগ্ন মাঠে বেশ কয়েক বিঘা জমিতে পুকুর কেটে মাছ চাষ করেন। প্রায়ই প্রতি রাতেই আরজেদ নামের একজনকে সাথে নিয়ে হারুন পুকুর পাহারা দিতে যান। ১৬ সেপ্টেম্বর রাত ২টার দিতে হারুন তার সঙ্গী আরজেদকে নিয়ে পুকুরে গিয়ে দেখতে পায় একই গ্রামের রিশারত আলীর ছেলে ঠা-ু, মসলেম আলীর ছেলে শরিফুলসহ ৪/৫জন তার পুকুরে জাল দিয়ে চুরি করে মাছ ধরছে। এ সময় হারুনকে দেখে তারা পালিয়ে যায়। পরেরদিন ঠা-ু ও শরিফুলসহ ৪/৫জন কেনো চুরি করে মাছ ধরছিলো হারুন জিজ্ঞাসা করলে তারা তাকে মারধর করে। হারুন নিরুপায় হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ করায় আসামিরা তাকে বিভিন্ন হুমকি দিচ্ছে বলে হারুন জানায়।