আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আ.লীগের নেতাবৃন্দের সাথে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপির মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন মতবিনিময় করেছেন। সভায় জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় ৫০ নেতাকর্মীর বহিষ্কারের দাবি তোলা হয়। ইউপি নির্বাচনে দলের মধ্যে ঘাপটি মারা বেঈমানদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান তারা।

জনো গেছে, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সাথে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করে। উক্ত সভায় বক্তারা জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক খাইরুল ইসলাম, পল্লী বিদুতের ৪ নং এলাকা পরিচালক খলিলুর রহমান ও তার সহযোগী আসাদুলসহ মাদারহুদা গ্রামের আওয়ামী লীগ নেতা তাহের আলী, ইসলাম উদ্দিন, নজরুল মেম্বার, গড়গড়ি গ্রামের সিদ্দিক, রোয়াকুলি গ্রামের রেফাউল, কবির ডাক্তার, জেহালার বাবুলাল, লিটন চৌধুরী, তিতু, খুদিয়াখালীর সুমন মেম্বার, সাঈদ ও যুবলীগ নেতা আনিছ, সজুবসহ প্রায় ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার বিপক্ষে ভোট করার অভিযোগ তুলে বহিষ্কারের দাবি তোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হেলাল, মতিয়ার রহমান, শুকুর আলী মাস্টারসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।