আলমডাঙ্গার জামজামি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীর জরিমানা

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজারে গতকাল বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এ ভ্রাম্যমাণ আদালতে এক ফড়িয়া গুদাম মলিককে অবৈধ পণ্যের মজুদ ও ব্যবহারের দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের মজিবর রহমান মাস্টারের ছেলে রুহুল আমিন জামজামি বাজারের ফড়িয়া ও গুদাম ব্যবসায়ী। গতকাল জামজামি বাজারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু হয়। অভিযানে নেমে ব্যবসায়ী রুহুল আমিনকে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনের ২০১০/১৪ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন রুহুল আমিন। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পাটবস্ত্র পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, বেঞ্চ সহকারী শফিকুল ইসলাম ও আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াতসহ সঙ্গীর্য় ফোর্স।