আলমডাঙ্গার এরশাদপুরের বীর মুক্তিযোদ্ধা আ. হানেফের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

 

ডাউকি প্রতিনিধি: আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত রহিম মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানেফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে, এরশাদপুর গ্রামের মৃত রহিম মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানেফ ৩১ মে সন্ধ্যার দিকে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান এই প্রতিবেদককে জানান, যেহেতু বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানেফ ৩১ মে রাতে মারা যায় সে কারণে গার্ড অব অনার দেয়া সম্ভব না হওয়ায় গতকাল বুধবার সকাল ৯ টার দিকে এরশাদপুর একাডেমি চত্বরে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা থানার চৌকশ পুলিশ দল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, পৌরসভার মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা সাবেক মেয়র এম সবেদ আলী, চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের কমান্ডার ফজলুল হক, তাইজেল আলী, মহাসীন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার নাজিম উদ্দিন, আয়ূব আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গ্রামবাসী। জানাজা শেষে এরশাদপুর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।