আরেক জাপানির শিরশ্ছেদ : আইএস

মাথাভাঙ্গা মনিটর: উগ্রপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে, যাতে তাদের হাতে বন্দি জাপানি সাংবাদিক কেনজি গোতোর শিরশ্ছেদের কথা বলা হয়েছে। হারুনা ইউকায়া নামের আরেক জাপানির শিরশ্ছেদের খবর প্রকাশের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অনলাইনে এ ভিডিও ছাড়া হয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা গোতো (৪৭) গত অক্টোবরে সিরিয়ায় গিয়েছিলন। ইউকায়াকে ছাড়িয়ে আনার লক্ষ্যে তিনি সেখানে যান বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়া আইএস’র ওই ভিডিওচিত্রে দেখা যায়, কমলা রঙের গাউন পরা মুখোশধারী এক ব্যক্তি গোতোর ঘাড়ে একটি ছোরা ধরে দাঁড়িয়ে আছে। এরপর একটি মৃতদেহের পেছনে একটি মাথা পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, এ সন্ত্রাসীদের আমি কখনোই ভুলবো না।