আমি সব ধর্মের সমালোচনা করি : তসলিমা

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, তিনি সব ধর্মের সমালোচনা করেন। গুজরাটে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদ যেমন করেছেন তেমনি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনেরও সমালোচনা করেছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গতকাল শনিবার দৈনিকটির অনলাইন সংস্করণে তসলিমার ওই দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে নিজের মতবাদ, লেখালেখির প্রেক্ষাপট, বাংলাদেশে মুক্তচিন্তার ক্ষেত্র, ধর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাসরত তসলিমা নাসরিন। তসলিমা বলেন, গুজরাটে যখন মুসলমানদের ওপর নির্যাতন হয়, তখন তিনি এর নিন্দা জানিয়েছেন। আবার বাংলাদেশে যখন হিন্দুদের ওপর নির্যাতন হয় তখন তারও প্রতিবাদ জানিয়েছেন। জার্মানি, বসনিয়া ও ফিলিস্তিনে ইহুদিদের ওপর নাৎসি বাহিনীর নির্যাতনের প্রতিবাদ যেমন তিনি করেছেন তেমনি প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানে খ্রিস্টানদের ওপর নির্যাতনেরও। তসলিমা বলেন, আমি সব ধর্মেরই সমালোচনা করি।