আমাকেও হত্যা করা হতে পারে :রাহুল

মাথাভাঙ্গা মনিটর: ভারতের কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ঠাকুরমা এবং তার বাবার মতো তাকেও হত্যা করা হতে পারে। গতকাল বুধবার রাজস্থানে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা দল (বিজেপি) দেশে সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করছে। তিনি কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমাকে হত্যা করা হলেও আপনারা ভয় পাবেন না।

রাহুল গান্ধী বলেন, বিজেপির ঘৃণ্য সামপ্রদায়িক রাজনীতির কারণে গুজরাট, মহারাষ্ট্র, উত্তর প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় অনেক হতাহত হয়েছে। আমি মহারাষ্ট্র সফরে যাওয়ার পর অনেক ঘটনা শুনেছি যা আমার নিজের জীবনের সাথে মিলে যায়। তিনি আরো বলেন, তাদের দুঃখের মধ্যে আমি নিজেকে মেলানোর চেষ্টা করেছি। সাম্প্রদায়িক রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় উল্লেখ করে রাহুল বলেন, আমার ঠাকুরমাকে হত্যা করা হয়েছে। আমার বাবাকে হত্যা করা হয়েছে। এমনকি আমিও একই ধরনের হত্যার শিকার হতে পারি। তিনি বলেন, রাজনীতির কারণে অনেকেই হয়তো আমার ওপর রাগ করতে পারেন এবং আমার ওপর প্রতিশোধ নিতে পারেন।