আমরা অপহরণ হয়নি : ঢাকায় পালিয়ে ছিলাম

 

দামুড়হুদা থানায় এসে সদ্য বিবাহিত স্বামীস্ত্রী পীরপুরকুল্লা মিজানুর ও তহমিনা

 

দামুড়হুদা প্রতিনিধি: আমরা অপহরণ হয়নি। প্রেমের টানে ঢাকায় পাড়ি জমিয়েছিলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা থানায় এসে ওসি শিকদার মশিউর রহমানের সম্মুখে উপরোক্ত কথাগুলো বললেন সদ্য বিয়ে করে বাড়ি ফেরা স্বামী-স্ত্রী উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মিজানুর ও তহমিনা। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে আপস-মীমাংসা হয়ে যাওয়ায় থানা থেকে উভয় পরিবারই অভিযোগ তুলে নেয়।

উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আব্দার আলীর ছেলে মিজানুর (২২) ও একই গ্রামের অস্থির আলীর মেয়ে তহমিনা (১৯) প্রেমের টানে গত শনিবার রাতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় পাড়ি জমায়। সেখানে বাসা ভাড়া নেয় এবং লাখ টাকা দেনমোহরে তারা বিয়ে করে। মিজানুর ঢাকায় রাজমিস্ত্রির জোগালে হিসেবে কাজও খুঁজে নেয়। এদিকে মেয়ে তহমিনাকে কোথাও খুঁজে না পেয়ে পিতা অস্থির আলী আরও অস্থির হয়ে ওঠেন এবং পরদিন মিজানুর ও তার পরিবারের লোকজনকে অভিযুক্ত করে দামুড়হুদা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মিজানুরকে ৮ম শ্রেণির ছাত্র উল্লেখ করে পাল্টা অপহরণের অভিযোগ দায়ের করেন মিজানুরের ভাই সাইফুল। অবশেষে উভয় পরিবারকে অপহরণ মামলার হাত থেকে বাঁচাতে ঢাকায় ৪ দিন অবস্থান শেষে বাড়ি ফিরে আসে সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী মিজানুর ও তহমিনা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উভয় পরিবারের লোকজন থানায় হাজির হয়ে নিজ নিজ মামলা প্রত্যাহার করে নেন।