আফগান সরকারের সাথে শান্তি আলোচনায় মোল্লা ওমরের সমর্থন

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তান সরকারের সাথে তালেবানের শান্তি আলোচনা সমর্থন করেছেন দেশটির শীর্ষ তালেবান নেতা মোল্লা মোহাম্মদ ওমর। গণমাধ্যমে প্রকাশিত একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে বলে জানিয়েছে। ওই বিবৃতিতে মূলত মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে একটি বার্তা দেন মোল্লা ওমর। এতে সরাসরি আলোচনার কথা উল্লেখ না করলেও ওমর বলেন, শত্রুদের সাথে শান্তিপূর্ণ আলোচনায় ইসলাম বাধা দেয় না। গত সপ্তায় পাকিস্তানের উদ্যোগে আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা তালেবান প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন। এটিই ছিলো উভয়পক্ষের প্রথম মুখোমুখি আলোচনা। গত বছর ডিসেম্বরে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর তালেবান হামলা অনেক বেড়ে গেছে। তালেবান ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিদেশি বাহিনীর দখল থেকে দেশকে উদ্ধারে এ আলোচনা একটি বৈধ উপায় হতে পারে।