আপনাদের সহযোগিতা পেলে জঙ্গীদের শেকড় সমুলে উপড়ে ফেলা হবে

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: হিন্দু-মুসলিম ভাই ভাই জাতিগত বিভেদ নাই এ শ্লোগান নিয়ে গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন গ্রাম প্রতিরক্ষা দলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জীবননগগর থানার অফিসার ইনর্চাজ হুমামুন কবীর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন মাও. ইদ্রিস আলী ও মাম্পী রাণী ভৌমিকের গীতা পাঠের পর স্বাগত বক্তব্য রাখেন, জীবননগর থানার ওসি তদন্ত গোলাম মোহাম্মদ। সাংবাদিক নারায়ণ ভৌমিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, প্রচার সম্পাদক মোল্লা আলতাব হোসেন ফেলা, দফতর সম্পাদক শেখ আতিয়ার রহমান ও যুবলীগ নেতা শামসুর জোহা প্রমুখ। ওসি হুমায়ুন কবীর বলেন, আপনাদের সহযোগিতা পেলে জঙ্গীদের শিকড় সমুলে উপড়ে ফেলা হবে। তিনি নব্বইয়ের চুয়াডাঙ্গার রক্তাক্ত জনপদের ইতিহাস তুলে ধরেন বলেন ততকালীন সময়ে চুয়াডাঙ্গা সদর থানায় যোগদান করার পর আপনাদের সহয়োগিতায় বাঘা বাঘা সন্ত্রাসীরদের পতন ঘটাতে সক্ষম হয়েছি। বর্তমানে র্টাগেট কিলিং মিশনে জড়িয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চাই সেই জঙ্গীদের অবস্থান সর্ম্পকে আপনাদের সহযোগিতা পেলে দেশ থেকে জঙ্গীদের পতন ঘটাতে করতে সক্ষম হব। সভাশেষে বিশেষ অতিথি গ্রাম প্রতিরক্ষা দলের প্রত্যেক সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে লাঠি ও বাঁশি তুলে দেন। অন্যানদের মধ্যে জীবননগর থানার সেকেণ্ড অফিসার মকবুল হোসেন, শাহাপুর ক্যাম্প ইনর্চাজ এসআই ওলিয়ার রহমান, এএসআই সাজ্জাদ হোসেন, এএসআই পলাশ পারভেজ, জনপ্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।