আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ বন্ধ রাখার আদেশ স্থাগিত ঘোষণা

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ বন্ধ রাখা হাই কোর্টের আদেশ স্থাগিত ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল পিটিশন দাখিল করলে বিচারপতি মির্জা হুছাইন হায়দার শুনানি শেষে ৮ সপ্তাহর জন্য আদেশ স্থগিতাদেশ দেন। গত ২৮ মে অনুষ্ঠিত আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী মির্জা হাকিবুর রহমান লিটন বাদী হয়ে বিজয়ী প্রতিপক্ষ দলের বিদ্রোহী প্রার্থী শেখ শফিকুল ইসলাম মোক্তারসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিবাদী করে ভোট পুনর্গণনার আপত্তি জানিয়ে গত ৭ মে হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন। হাই কোর্ট বেঞ্জের চেম্বার বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি বদরুজ্জামান পিটিশনের শুনানি শেষে আন্দুলবাড়িয়া ইউপি নির্বাচনে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান রিট পিটিশন মামলার বিবাদী শেখ শফিকুল ইসলাম মোক্তার গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন। বিজ্ঞ বিচারপতি শুনানি শেষে হাই কোর্টের দেয়া রায় ৮ সপ্তাহর জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট আপিল পিটিশন মামলার আইনজীবি আব্দুল হাই ভূইয়া এক ই-মেল বার্তায় নিশ্চিত করেছেন।