আন্দুলবাড়িয়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম আর নেই

 

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর আন্দুলবাড়িয়া ইউপির ৬নং ওয়ার্ড সদস্য কর্চ্চাডাঙ্গার রবিউল ইসলাম আর নেই(ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি গত রোববার রাত সাড়ে ১০টার দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্যরা বলেছেন, তিনি গত শনিবার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া বাজারে সহকর্মী ও বন্ধুদের সাথে আড্ডা দেয়াকালে আকস্মিক হৃদরোগ আক্রান্ত হন। সাথে সাথে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢুলে পড়েন। রাতেই তার লাশ বাড়িতে এসে পৌঁছায়। গতকাল সোমবার বেলা ১১টায় কর্চ্চাডাঙ্গা ঈদগা ময়দানে মরহুমের জানাজা শেষে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় অশ্রুসিক্ত নয়নে বেদনাবিধুর পরিবেশে গ্রামের গোরস্তানে লাশ দাফন করা হয়। জানাজায় জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্চ্চাডাঙ্গা ওয়ার্ড বিএনপি নেতা রবিউল হোসেন মেম্বারের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্মআহবায়ক কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু, জীবননগর উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন খান খোকন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক মেম্বার আতিয়ার রহমান, যুগ্মআহ্বায়ক সাবেক মেম্বার শহিদুর রহমান এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।