আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজোহার বিরুদ্ধে নাবালিকা ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রত্যয় ইসলাম মর্ম ভ্যানযোগে বাড়ি ফেরার পথে আন্দুলবাড়িয়া-অনন্ত সড়কপথ থেকে তাকে অপহরণ করা হয়। ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক ইউনিয়ন যুবলীগ নেতার এ কা-ে এলাকার বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়াসহ নানা সমলোচনা ও হইচই শুরু হয়েছে। অপহরণ কর্মকা-ের সাথে জড়িত থাকার অপরাধে ইউনিয়ন ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতন মহল তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের প্রবাসী জিন্নাহ ইসলাম ও আন্দুরবাড়িয়া বাজারের মর্ম মহিলা টেইলার্সের মালিক দিলরুবা খাতুন ডলির একমাত্র মেয়ে প্রত্যয় ইসলাম মর্ম (১৩) স্থানীয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। আন্দুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি ম-লপাড়ার মৃত মহি মৌলভীর ছেলে বহু বিবাহ ও এক সন্তানের জনক শামসুজোহা (২৭) দিলরুবা খাতুন ডলির সাথে আত্মীয় সর্ম্পক গড়ে তুলে ওই ছাত্রীর প্রাইভেট পড়াতেন। দিলরুবা খাতুন ডলি এ প্রতিবেদককে জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে মেয়েকে ভ্যানে তুলে দিয়ে আমি বাইসাইকেলযোগে পেছনে যাচ্ছিলাম। বাড়ি ফেরার পথিমধ্যে শামসুজোহা মেয়েকে অপহরণ করে। আমার নাবালিকা মেয়েকে অসত উদ্দেশে সে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রেখেছে। তাকে সম্ভাব্যস্থানে খোঁজাখুজি করে কোনো হদিস মেলেনি। ঘরে বউ থাকতে নাবালিকা মেয়েকে অপহরণ করায় তাকে দল থেকে বহিস্কারসহ স্থানীয় সচেতন মহল যুবলীগ নামধারী নেতার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে। এ ব্যাপরে দিলরুবা খাতুন বাদী হয়ে গতকাল জীবননগর থানায় শামসুজোহাসহ আরও অজ্ঞাত কয়েকজনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেছেন। মামলার সত্যতা জানতে জীবননগর থানার অফিসার ইনর্চাজের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বিষয়টি জানা সম্ভব হয়নি।

ৃো