আন্দুলবাড়িয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আল-ইনতেফা ইসলামী পাঠাগার ও লতিফ ট্রেডার্সে লতিফ ব্রিক্সের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আছর জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমখি মাধ্যমিক বিদ্যালয় ফুটবলমাঠে নানা কর্মসূচির মধ্যদিয়ে রাত ১১টার দিকে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে এ অনুষ্ঠান শেষ হয়। আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে আল-ইনতেফা ইসলামি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জুবায়ের খান ও মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে হেফাজ, হামদ ও নাত প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তেতুল শেখ কলেজের প্রভাষক মোস্তফা আমজাদ সাইদুর। কলরব জাতীয় শিশু কিশোর সাংকৃতিক সংগঠন আইনুদ্দিন আল আজাদ (রহ:) প্রতিষ্ঠিত জাগ্রত কবি মুহিব খান ও সাথীদের নিয়ে ইসলামি সঙ্গীত পরিবেশনের মধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা শেষ হয়।