আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তিতুদহের গড়াইটুপিতে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

সরোজগঞ্জ প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ ইউনিয়নের গড়াইটুপিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ১ মার্চ এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গড়াইটুপি গ্রামের মৃত মোজহার  বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম ও মৃত খোকাই মণ্ডলের ছেলে আ. রহমানের ফারাজকৃত জমি। ফারাজ অনুযায়ী বণ্টন না পাওয়ায় জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করা শুরু করে দিয়েছে। এ ঘটনা উভয়ে আদালতের শরণাপন্ন হলে আদালত ওই জমির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে আদালতের ওই নির্দেশ অমান্য করে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আদালত যে বণ্টন করে দেবেন তাই আমি মেনে নেবো। এ ব্যাপারে আ. রহমানের নিকট মোবাইল জানতে চাইলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। মনিরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ি নির্মান করছে আ. রহমান।