আত্মঘাতী বোমা হামলায় পাখি!

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বব্যাপি জঙ্গি সংগঠনগুলোর হামলা চালানোর সবচেয়ে ভয়ঙ্কর উপায় আত্মঘাতী বোমা হামলা। এতোদিন এ কাজে মানুষকে ব্যবহার করা হলেও এবার পাখিকে ব্যবহারের চেষ্টা চলছে। আফগানিস্তানের পুলিশের সন্দেহ তালেবান জঙ্গিরা এ প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি আফগান পুলিশ একটি পাখিকে গুলি করে হত্যা করেছে এবং পাখিটির গায়ে বিস্ফোরক দ্রব্য, জিপিএস ট্র্যাকার ও একটি ডেটনেটর বাঁধা ছিলো বলে খবর পাওয়া গেছে। আফগান পুলিশ জানায়, পাখিটির পালকের নিচ থেকে তার বেরিয়ে ছিলো। তাছাড়া এর দেহের সাথে একটি মোবাইলফোন ডেটনেটর ও বিশেষভাবে তৈরি বিস্ফোরক বেল্টও বাঁধা ছিলো। আফগানিস্তানের উত্তরের প্রদেশ ফারইয়াবের নিরাপত্তা পর্যবেক্ষণ কর্মকর্তারা তুর্কেমেনিস্তান সীমান্তের কাছে আকাশে অদ্ভুত ধরনের একটি পাখি দেখে সন্দিহান হয়ে ওঠেন। তাছাড়াএমন বিশাল আকারের পাখি ওই এলাকায় সচরাচর দেখা যায় না বলেও তাদের সন্দেহ আরো বাড়ে। এক সাক্ষাৎকারে আফগান পুলিশ কর্মকর্তা আব্দুল নবী ইলহাম বলেন, পাখিটিকে গুলি করার সাথে সাথে সেটি বিস্ফোরিত হয়। ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়া পাখির দেহাবশেষের সাথে অদ্ভুত ধরনের যন্ত্রাংশও দেখা যায়। আমরা সমস্ত যন্ত্রাংশ এক জায়গায় জড়ো করি। তার মধ্যে আমরা জিপিএস ও ছোট ক্যামেরার যন্ত্রাংশের মতো দেখতে কিছু জিনিস পাই।