আজ ভাসানীর মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম খলেদা জিয়া ও মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপের চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক বাণী দিয়েছেন।

মওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৪৮ সালে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। দিবসটি উপলক্ষে আজ সকালে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, মাজার জিয়ারতসহ ঢাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকালে এক আলোকচিত্র প্রদর্শনী এবং বিকেলে গণ সঙ্গীত ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।