আজ দেশবরেণ্য রাজনীনিবিদ ও সমাজসংস্কারক ডা: রিয়াজউদ্দিন আহমেদ‘র ১৯ তম মৃত্যুবার্ষিকী

আজ ১ জানুয়ারি ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের নেতা প্রাদেশিক আইন পরিষদের অন্যতম নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ডা. রিয়াজ উদ্দিন আহমেদের ১৯তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের নিজ বাসভবন আলমডাঙ্গার হাটবোয়ালিয়ার বাংলাদেশ হাউসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম ডা. রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের গৌরবদীপ্ত বিদগ্ধ ব্যক্তিত্ব। মোড়ভাঙ্গা নিম্ন প্রাথমিক বিদ্যালয়, তৎকালীন চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ ইংরেজি বিদ্যালয়, কলকাতা ইসলামিয়া কলেজ ও কলকাতা নীলরতন সরকারি মেডিকেল কলেজের কৃতীছাত্র। প্রথম গ্রেডের মহসিন বৃত্তিপ্রাপ্ত। স্বনামধন্য চিকিৎসক, দেশবরেণ্য চিন্তাবিদ, বিদ্যোৎসাহী, শিক্ষাবিদ, বহুভাষাবিদ, সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি যুক্তফ্রন্ট থেকে নির্বাচিত প্রাদেশিক আইন পরিষদের সদস্য ছিলেন। তিনি ছিলেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহকর্মী। হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাটবোয়ালিয়া দাতব্য চিকিৎসালয় (বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপকেন্দ্র), হাটবোয়ালিয়া জামে মসজিদ, হাটবোয়ালিয়া কালাজ্বর চিকিৎসা কেন্দ্র (অধুনালুপ্ত) এবং বহু জনকল্যাণকর প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, হাটবোয়ালিয়া কলেজ ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের রূপকার তিনি। ডা. রিয়াজউদ্দিন আহমেদ ১৯০৫ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নগরবোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৫ সালের ১ জানুয়ারী তিনি নিজ বাসভবন হাটবোয়ালিয়া গ্রামের বাংলাদেশ হাউসে মৃত্যুবরণ করেন।