আজকের মেধাবী প্রজন্ম বদলে দিতে পারে দেশ জাতি ও বিশ্বকে

দর্শনা দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণকালে এমপি আলী আজগার টগর

দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, মেধাবী মুখ সৃষ্টির ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতা একদিকে যেমন সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, অন্যদিকে বৃদ্ধি করে সাহস, সহনশীলতা ও গড়ে তোলে সুনাগরিক হিসেবে। তাই রেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদেরকে ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে আজকের প্রজন্ম আগামি দিনের ভবিষ্যত। ভবিষ্যতে দেশ পরিচালনার ক্ষেত্রে বর্তমান এ প্রজন্ম যাতে প্রগতিশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে ব্যপারে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। আজকের ছেলেমেয়েরাই একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে উজ্জ্বল করবে এ দেশের মুখ। তাই সর্বক্ষেত্রে বেশি বেশি করে খেলাধুলাসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। মনে রাখতে হবে একমাত্র মেধাবী প্রজন্মই পারে দেশ জাতি ও বিশ্বকে বদলে দিতে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজি আকমত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, মোয়াজ্জেম হোসেন, তক্কেল আলী, আসলাম উদ্দিন, আ. মোমিন, হবা জোয়ার্দ্দার, নেফাউর রহমান মন্টু, আম্বিয়া খাতুন ফুট্টরি, নাসির উদ্দিন খেদু প্রমুখ। উপস্থাপনা করেন বিদ্যালয়ের শিক্ষক লিয়াকত আলী।