আজকের প্রজন্মের মননে সুস্থ সাংস্কৃতিক ধারার বীজ বপন করতে হবে

দর্শনা আকন্দবাড়িয়া বাউল ও লোকজ উৎসবের আলোচনাকালে কেরুজ এমডি

দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের ১৮ তম বর্ষপূর্তিতে প্রতিবারের মতো এবারও ৪ দিনব্যাপী বাউল ও লোকজ উৎসব শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রকৃতিক দুর্যোগের কারণে শুক্র ও শনিবার মেলা বন্ধ রাখা হয়। গতকাল রোববার আবহাওয়া অনুকূলে থাকায় বেশ জমে ওঠে মেলা চত্বর। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভায় প্রধান অতিথির বক্তবে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, আবাহমান বাংলার প্রাণের সুর লোক সঙ্গীত ও বাউল গান আজ হারিয়ে যেতে বসেছে। যে গান চিত্তকে দোলা দেয়, মনকে করে প্রফুল্য, যে গানে রয়েছে মাটির গন্ধ, বাঙালির কৃষ্টি, তা হচ্ছে লোকজ ও বাউল সঙ্গীত। আজকের প্রজন্ম ভিনদেশি সঙ্গীতের দিকে ঝুকে পড়েছে। তাই এ ধরনের বাউল উৎসবের মধ্যদিয়ে আজকের প্রজন্মের মননে সুস্থ সাংস্কৃতি ধারার বীজ বপন করতে হবে। দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেন, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় কবিতা লেখায় বঙ্গবন্ধু পুরস্কারে ভূষিত হওয়ায় কবি শেখ মাহবুবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব আয়োজক কমিটির প্রধান বাংলাদেশ টেলিভিশনের তালিক ভুক্ত শিল্পী ট্যালেন্ড হান্ট টপটেন বাউল ধীরু। পরে সঙ্গীতানুষ্ঠানে পালাগান পরিবেশন করেন খোরশেদ আলম ও তার দল।