আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি

?

শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ১১ দফা দাবিতে চুয়াডাঙ্গায় শিক্ষক সমাবেশে বক্তারা

 

স্টাফ রিপোর্টার: শিক্ষা জাতীয়করণ, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ, শিক্ষক কর্মচারীদের ৫ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি, বোশেখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত প্রদানসহ ১১ দফা দাবিতে চুয়াডাঙ্গায় সমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ওই সমাবেশের আয়োজন করে সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফোরকান আলীসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করলেও বেসরকারি শিক্ষকরা তার আওতায় আসেননি। অনেক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১৫-২০ বছরেও এমপিওভুক্তির আওতায় আসেনি। তাই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণসহ ১১ দফা দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন সুবিধাবঞ্চিত শিক্ষকরা। সমাবেশ থেকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে দাবিসমূহ বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। অন্যথায় আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশে জেলার বিভিন্ন বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।