আখের মূল্য বাড়ানো হলো

দর্শনা অফিস: আখচাষিদের দাবি পূরণ করলো সরকার। বাড়ানো হলো আখের মূল্য। তবে চলতি আখ মাড়াই মরসুমে এ সুবিধা পাচ্ছে না কৃষকরা। আখের মূল্য কম হওয়ায় আখচাষের প্রতি আগ্রহ হারাচ্ছে চাষিরা। আখচাষের প্রতি আগ্রহী করতে সরকার দেরিতে হলেও আখের মূল্য বাড়িয়েছে। বর্তমানে প্রতি ১শ কেজি আখের মূল্য মিলগেটে পরিশোধ করা হচ্ছে ২৭৫ টাকা ও ইক্ষুক্রয় কেন্দ্রগুলোতে ২৬৮ টাকা ৪০ পয়সা। গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের উপ-সচিব শামীম সুলতানা স্বাক্ষরিতপত্রে বলা হয়েছে, মিলগেটে ২৭৫ টাকার স্থলে বাড়িয়ে ৩১২ টাকা ৫০ পয়সা ও ইক্ষুক্রয় কেন্দ্রে ২৬৮ টাকা ৪০ পয়সার স্থলে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৩০৫ টাকা ৯০ পয়সা। হিসেব মতে প্রতি মণ আখের মূল্য ১৫ টাকা বাড়ানো হয়েছে। ১১০ টাকার স্থলে মনে ১২৫ টাকা আখ কিনবে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। তবে চলতি আখ মাড়াই মরসুমে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আখচাষিরা। আগামী ২০১৭-১৮ আখ মাড়াই মরসুমে থেকে এ মূল্য বৃদ্ধি কার্যকর করা হবে। এছাড়া প্রতি ১৫ জানুয়ারি থেকে ১৫ দিন অন্তর ৫ বার ১শ কেজিতে ৩ টাকা হারে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশাদ হোসেন বলেছেন, আখচাষের প্রতি আগ্রহী করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পর কৃষকরা আরও বেশি বেশি করে আখচাষের প্রতি ঝুঁকে পড়বে বলেই আমার বিশ্বাস।