আওয়ামী লীগ সরকার কথা দিয়ে কথা রাখে বেঈমানি করে না-এমপি চঞ্চল

মহেশপুর প্রতিনিধি: আওয়ামী লীগ সরকার কথা দিয়ে কথা রাখে। কথা দিয়ে বেঈমানি করে না। আমরা মানুষ হত্যা করে রাজনীতি করি না। আপনারা তো টিভিতে বা পেপার পত্রিকায় দেখছেন হরতালের নামে কীভাবে সাধারণ জ্যান্ত মানুষগুলোকে বাসের মধ্যে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। আবার তাদের মুখ দিয়েই বড় বড় কথা বের হচ্ছে। আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে হত্যা করে রাজনীতি করে না। এ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। গরিব মানুষের বাসস্থান ও রাস্তা-ঘাটের উন্নয়ন হয়। এর আগে যারা ক্ষমতায় ছিলেন গরিব মানুষের জন্য কিছুই করেননি। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রতিটি গ্রামের রাস্তাঘাটসহ মসজিদ মাদরাসার উন্নয়ন করা হবে। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলমাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দানকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল উপরোক্ত কথা বলেন।

মন্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্মসম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক কাজী আব্দুস সাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, উপজেলা ওলামালীগের সভাপতি হাবিবুর রহমান, মন্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল আজম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এমএ আসাদ, মন্দারবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।

এর পূর্বে সাড়ে ১০ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৫২২ টাকা ব্যয়ে গাড়াবাড়িয়া মোড় থেকে হুদা, শ্রীরামপুর, হাবাসপুর, কাশিপুর, জুকা, কুলুহুদা হয়ে বাথানগাছি গ্রামের ১২ হাজার ২৪০ মিটার রাস্তার ফলক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন, উপজেলা প্রকৌশলী জাকারিয়া ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।