আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে

 

দামুড়হুদার কানাইডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনাসভায় বক্তারা

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কানাইডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) কামরুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, সাবেক উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য আ.লীগ নেতা রবিউল হোসেন সুকলাল, ইউপি সদস্য সুলতান আলী ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরু।

সভায় বক্তারা বলেন, সন্ত্রাসীরা যতোই শক্তিশালী হোক এলাকাবাসীর সহযোগিতা পেলে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এলাকার শান্তি বজায় রাখতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অপরাধকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলকে একটি কথা মনে রাখতে হবে অপরাধ যতোই শক্তিশালী হোক তাদেরকে খুঁজে বের করে আইনের কাঠগড়ায় দাঁড় করা হবে। তাই পুলিশের পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক জিএস আ. হামিদ।