আইএস শঙ্কা : পাঁচ ব্রিটিশ ছাত্রীকে বিদেশ যেতে বাধা

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিতে পারে এমন উদ্বেগ থেকে লন্ডনের পাঁচ স্কুল ছাত্রীকে বিদেশ যেতে দেয়া হয়নি। এর আগে বিদেশে যাওয়া তিন ব্রিটিশ ছাত্রী সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিয়েছে এমন ধারণা থেকে এরাও আইএস-এ যোগ দিতে সিরিয়া যেতে পারে এ উদ্বেগ সৃষ্টি হয়। গত সপ্তায় হাইকোর্টের বিচারক অ্যান্থনি হেইডেন সিরিয়ায় পালিয়ে গিয়ে ইসলামিক স্টেট যোদ্ধাদের সাথে যোগ দিতে পারে এমন উদ্বেগ থেকে ১৫-১৬ বছরের পাঁচ কিশোরীকে বিদেশ যাওয়া থেকে বিরত রাখেন। বিচারক পূর্ব লন্ডনের এ পাঁচ কিশোরীকে আদালতের হেফাজতে নেন। এর ফলে তারা আদালতের অনুমতি ছাড়া ইংল্যান্ড ও ওয়েলসের আওতার বাইরে যেতে পারবে না।