আইএস যোদ্ধা দু ব্রিটিশ নাগরিক নিহত

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে যুদ্ধ করা দুজন ব্রিটিশ নাগরিক মারা গেছেন। নিহতরা হলেন- আবু আবদুল্লাহ আল-হাবশি (২১) ও আবু ধারদা (২০)। তারা লন্ডনের বাসিন্দা ছিলেন। আইএস সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি সংগঠনটির সংশ্লিষ্ট একটি গ্রুপ এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, সিরিয়ার সীমান্তবর্তী শহর কোবানিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় তারা নিহত হয়। যদিও খবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওই দুজনের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। আইএসে যোগ দেয়া ব্রিটিশ নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর লন্ডনে বসবাস করা আল-হাবশির পরিবার আফ্রিকার দেশ ইরিত্রিয়া থেকে এসেছে। ১৬ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন আল-হাবশি। গত আগস্টে ইন্টারনেটের মাধ্যমে আল-হাবশির সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। তখন আল-হাবশি জানিয়েছিলেন, তিনি প্রায় নয় মাস আগে সিরিয়া যান এবং সিরিয়া ও ইরাকে আইএসের পক্ষে যুদ্ধ করেন। অনলাইনে আইএস প্রকাশিত সর্বশেষ দুটি ভিডিওতে আল-হাবশিকে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য সরকারের ধারণা, পাঁচশরও বেশি ব্রিটিশ নাগরিক সিরিয়ায় যুদ্ধ করছে। যদিও আল-হাবশি বলেছিলেন, ইরাকে অল্প কয়েকজন ব্রিটিশ নাগরিক যুদ্ধ করছেন এবং তিনি তাদের একজন। সোমালিয়ান বংশোদ্ভূত ধারদা পশ্চিম লন্ডনে বড় হয়েছেন। ২০১৩ সালের ডিসেম্বরে তুরস্ক হয়ে সিরিয়ায় প্রবেশ করেন তিনি।