আইএস নিয়ন্ত্রিত জঙ্গিবিমান ধ্বংস করেছে সিরিয়া

 

স্টাফ রিপোর্টার: সিরিয়ার আলেপ্পো প্রদেশে তাকফিরি সন্ত্রাসীদের হাতে দখলীকৃত তিন জঙ্গি বিমানের দুটিকে ধ্বংস করে দেয়ার ঘোষণা দিয়েছে দামেস্ক। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-যোবি বলেছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সরকারি সেনারা আইএসআইএলের ব্যবহৃত তিনটি জঙ্গি বিমানের মধ্যে দুটিকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। এর মাধ্যমে প্রকারান্তরে সিরিয়া সরকার স্বীকার করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল দেশটির সেনাবাহিনীর কাছ থেকে দখল করা তিনটি জঙ্গিবিমান আকাশে উড়িয়েছে। জোবি বলেন, আলেপ্পোর আল-জাররাহ সামরিক ঘাঁটিতে সন্ত্রাসীরা তিনটি জঙ্গি বিমান নিয়ন্ত্রণ করছিলো। এসব পুরনো জঙ্গি বিমান দিয়ে সন্ত্রাসীরা ফ্লাইট পরিচালনার চেষ্টা করছিল। কিন্তু ল্যান্ড করার সময় এর দুটি জঙ্গি বিমানকে ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। সিরিয়ার তথ্যমন্ত্রী জানান, তৃতীয় জঙ্গি বিমানটি নিয়ে সরকার ততটা চিন্তিত নয় কারণ, ওটিকে সন্ত্রাসীরা হামলার কাজে ব্যবহার করতে পারবে না। ওমরান জোবি বলেন, তুরস্ক তার দেশে বিমান উড্ডয়নমুক্ত এলাকা প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে তার পক্ষে অজুহাত সৃষ্টির জন্য আইএসআইএলের হাতে জঙ্গি বিমান থাকার বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে পাশ্চাত্য।