অস্ত্রের ব্যাগ ফেলে ভারতের দিকেই পালালো পাচারকারী

দর্শনা জয়নগরের ৭৫নং সীমানা পিলারের নিকট বিজিবির অ্যম্বুস

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা দর্শনা থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামানের নির্দেশে একটি অ্যাম্বুস দল এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পাচারকারী দৌড়ে ভারত অভ্যন্তরে পালানোর কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। বিজিবিসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা-৬ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা দর্শনা আইসিপি’র ৭৫ নম্বর পিলারের নিকট দিয়ে ভারত থেকে অস্ত্র ও গুলি ঢুকছে বাংলাদেশে। এ সময় চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান একটি টহলদলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন। তারই ভিত্তিতে অ্যাম্বুস করে টহলদল। বিকেল ৫টার দিকে এক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা অভিযান শুরু করেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ফেলে দ্রুত ভারত অভ্যন্তরে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।