অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ার করলেন গাংনীর ইউএনও

 

 

গাংনী প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে মেহেরপুর গাংনীতে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান। গতকাল সোমবার গাংনী শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ভেজাল ও রাসায়নিক মিশ্রিত পণ্য বিক্রেতাদের প্রতি হুঁশিয়ার করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার।

গতকাল সোমবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের নেতৃত্বে গাংনী শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়। এসময় ফল ও হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। মাছে ফরমালিন পরীক্ষা করা হয়। একই অভিযানে মাংস, সবজিসহ বিভিন্ন দোকানের মালামাল পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে পণ্য পরীক্ষা করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলেন, ভেজাল কিংবা ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত কোনো পণ্য পাওয়া গেলে আইনের কঠোর প্রয়োগের মধ্যদিয়ে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। এধরনের কোনো পণ্য পাওয়া গেলে উপজেলা প্রশাসনে জানানোর অনুরোধ করেন তিনি।