অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ছয় ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ১৫৯টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২১। শুক্রবার কানাডাভিত্তিক প্রতিষ্ঠান থিংকট্যাংক ফ্রেজার ইন্সটিটিউট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০১৪ সালের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারত। সূচক নির্ধারণী প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই বাংলাদেশ পিছিয়ে আছে।

সূচকে শীর্ষ দেশ হচ্ছে হংকং এবং সবচেয়ে নিচে অবস্থানকারী দেশের নাম ভেনেজুয়েলা। সংস্থাটির বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা- ২০১৬ বার্ষিক প্রতিবেদনে এ অর্থনৈতিক স্বাধীনতা সূচক তুলে ধরা হয়। সূচকে শীর্ষ দশে জায়গা করে নেয়া দেশ হলো- হংকং, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, জর্জিয়া, আয়ারল্যান্ড, মরিশাস, আরব আমিরাত ও অস্ট্রেলিয়া (যৌথভাবে ৯) এবং যুক্তরাজ্য।
সূচকে নিম্নক্রমে ১০টি দেশ হলো- ইরান, আলজেরিয়া, শাদ, গিনি, অ্যাঙ্গোলা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আর্জেন্টিনা, কঙ্গো প্রজাতন্ত্র, লিবিয়া ও ভেনেজুয়েলা।
মূলত সরকারের আকার, আইনি কাঠামো ও সম্পত্তির অধিকার, স্থিতিশীল মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এই পাঁচটি ক্যাটাগরির ওপর ভিত্তি করে অর্থনৈতিক স্বাধীনতা সূচক তৈরি করা হয়।

এতে দেখা গেছে, ক্যাটাগরিভিত্তিক বাংলাদেশের বৈশ্বিক অবস্থান হচ্ছে আইনি কাঠামো ও সম্পত্তির অধিকারে ১৫৭তম, স্থিতিশীল মুদ্রায় ১২১তম, আন্তর্জাতিক বাণিজ্য স্বাধীনতায় ১৩৫তম এবং আর্থিক নিয়ন্ত্রণে গড়ে ৮৬তম।