অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা বাহরাইনের

 

মাথাভাঙ্গা মনিটর: অবৈধ শ্রমিকদের জন্য ছয় মাসের সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। এ সময়ের মধ্যে অবৈধ শ্রমিকেরা কোনো জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। অথবা সেখানে বৈধভাবে অবস্থান করার ব্যবস্থা করে নিতে পারবেন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশের অবৈধ হওয়া কর্মীরাও সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। গত শনিবার বাহরাইনের সরকার সাধারণ ক্ষমার ঘোষণা দেয় বলে একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। সাধারণ ক্ষমার মেয়াদ শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। গতকাল বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটর অথরিটি (এলএমআরএ)-এর শীর্ষ নির্বাহী কর্মকর্তা আউসামাহ আল আবসি বলেন, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অবৈধ শ্রমিকরা যোগ্যতার নিরিখে বৈধ নিয়োগ অর্জন করতে পারেন অথবা কোনো প্রকার শাস্তি, জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারেন। বাহরাইন সরকার তাদের কালো তালিকাভুক্ত করবে না। এক বিবৃতিতে আল আবসি বলেন, বিভিন্ন দেশের হাজার হাজার শ্রমিক এ সাধারণ ক্ষমায় উপকৃত হবে। তাদের অবস্থান সংশোধন করে নেয়ার জন্য আমরা এ সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো, কোনো প্রকার খরচ ছাড়া বেশিসংখ্যক কর্মীদের সুযোগ দেয়া। উল্লেখ্য, বাহরাইন সরকার ২০০৭ এবং ২০১০ সালে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলো। দুবারই হাজার হাজার অবৈধ কর্মী বাহরাইন ছেড়ে নিজ দেশে ফিরে যায়। প্রসঙ্গত, বাহরাইনে বর্তমানে প্রায় দেড় লাখ বাংলাদেশি রয়েছেন। যাদের মধ্যে প্রায় ৪০ হাজার অবৈধ।