অবৈধভাবে গ্রীসে প্রবেশের পথে পানিতে ডুবে লাশ হয়েছে মেহেরপুর আমঝুপির ইব্রাহিম

 

আমঝুপি প্রতিনিধি: ভাগ্যের চাকা ঘোরাতে সুদূর গ্রীসে যাওয়ার পথে লাশ হয়েছে ইব্রাহিম (৩২)। সে মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইসলামনগরের নুরুল আমিনের ছেলে। ইব্রাহিমও তার ভগ্নিপতি হিজুলীর আনাছি উদ্দীন তাদের জমি জমা বিক্রি করে বিদেশে পাড়ি জমানোর স্বপ্নে বিভোর হয়ে পড়ার পর গ্রীসের পথে দুর্ঘটনায় ইব্রাহিম মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এ খবরে ইব্রাহিমের আত্মীয় স্বজনের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠেছে।

পরিবারের সদস্যরা বলেছে, ইব্রাহিম আনুমানিক আড়াই বছর আগে যুদ্ধবিদ্ধস্ত ইরাকে পাড়ি জমায়। ইরাকে ভালোই ছিলো। মাসে ৩০ হাজার টাকার বেতনে রাস্তা সংস্কারের কাজে শ্রমিক হিসেবে কাজ করতো। এক পর্যায়ে সেখানে আদম ব্যাপারীর খপ্পরে পড়ে নদীপথে গ্রীসের উদ্দেশে যাবে বলে পরিবারকে খবর দেয়। দশ লাখ টাকা চায়। হালের গরু বিক্রি করে আবারও কিছু টাকা পাঠানো হয়। নভেম্বর মাসে তারা দুজন দালালের মাধ্যমে ইরাক থেকে ট্রলার যোগে গ্রীসের উদ্দেশে যাত্রা করে। গ্রীসের কাছাকাছি স্থানে ট্রলার ডুবে যায়, ঠাণ্ডা পানিতে ১০ জন তীরে সাতরিয়ে উঠে প্রাণে বাঁচলেও ৪ জনকে মুমূর্ষু অবস্থায় গ্রীসের একটি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকগন ইব্রাহিমকে মৃত ঘোষণা করে। বাকিদেরকে গ্রীসের পুলিশ করাগারে নেয়। ইব্রাহিমের এ খবর তার দুলাভাই মোবাইলে জানালে ইসলামনগরে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। ইব্রাহিমের ৫ বছর আগে মেহেরপুরের গাংনীতে বিয়ে হয়, বর্তমানে তার স্ত্রী ও আড়াই বছরের এক কন্যা সন্তান রয়েছে। তার সন্তান জানেনা তার বাবা আর কোনোদিন ফিরবে না। চলে গেছে না ফেরার দেশে। এ বিষয়ে তার পরিবার সূত্রে জানা গেছে মৃত ইব্রাহিমের লাশ দেশে আনার মতো কোনো অর্থ তাদের কাছে নেই।