অবৈধভাবে ইট পোড়ানো ও লাইসেন্স না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার ভালাইপুরে এমএফআইবি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালেতের অভিযান

 

ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুরের ইটভাটায় কাঠ পোড়ানোর ও লাইসেন্স না থাকায় এমএফআইবি ইটভাটায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার এ জরিমানা আদায় করেন।

আদালতসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে অবস্থিত জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহবর হোসেনের এমএফআইবি ইটভাটা। ভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছে এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ভাটার প্রয়োজনীয় কাজপত্র দেখাতে পারিনেনি। অবৈধভাবে ইট পোড়ানো ও লাইসেন্স না থাকায় ভাটা মালিক ইউপি চেয়ারম্যনা সোহরব হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা অনদায়ে এক মাসের বিনাশ্রম কারাদাণ্ড প্রদান করেন। জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করায় তিনি মুক্ত হন।