অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো জীবননগর মনোহরপুরের নগ্ননৃত্য ও জুয়োর আসর

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর শিমুলতলায় আনন্দমেলার নামে সারারাত ধরে চলা নগ্ননৃত্য ও জুয়োর আসর বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত রোববার রাতে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ এ মেলা বন্ধের নির্দেশ দেন। জেলা প্রশাসন থেকে মাত্র ৮ দিনের আনন্দ মেলার অনুমতি নিয়ে গত ১ জানুয়ারি আনন্দ মেলার নামে নগ্ননৃত্য ও জুয়োর আসর চালানো শুরু করা হয়। গত ৮ জানুয়ারি এ মেলার মেয়াদ শেষ হওয়ার পরও আয়োজক কমিটি অবৈধভাবে এ মেলা চালিয়ে আসছিলো। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রোববার রাতে এ মেলা বন্ধের নির্দেশ দেন। এদিকে মেলা বন্ধের নির্দেশ প্রদানের পরও গতকাল সোমবার র‌্যাফেল ড্র’র লটারির টিকিট বিক্রি করার সময় উপজেলা শহর থেকে ইউএনও ওই টিকিট জব্দ করেন। ইউএনও নুরুল হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।