অবরোধে ঝিনাইদহের ডাকবাংলা চাতাল শিল্পে লোকসান হচ্ছে

 

ডাকবাংলা প্রতিনিধি: হরতালের কারণে ঝিনাইদহের ডাকবাংলার চাতাল শিল্পের প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে মালিকদের। গতকাল সরজমিনে চাতাল ঘুরে দেখা গেছে অনেক চাতাল বন্ধ হয়ে গেছে। লাখ লাখ টাকার চাল গুদাম ভর্তি হয়ে পড়ে আছে। অবরোধের কারণে ট্রাকগুলো চালান নিয়ে যেতে পারছে না। যার কারণে মিল-চাতাল মালিকদের প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান হচ্ছে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, হরতালের কারণে অনেক চাতাল মিল বন্ধ রয়েছে। যদি চাতাল বন্ধ থাকে তাহলে আমাদের পেট চলবে কী করে। এখন আমরা বেকার হয়ে পড়েছি। তবে অনেক মিল-চাতাল চালু থাকলেও তাদের বেচা-বিক্রি নেই। এদিকে মিলমালিক আবুল কাশেম সরকার জানান, হরতালের কারণে মালিকদের লাখ লাখ টাকা প্রতিদিন লোকসান হচ্ছে দেশের এ চলমান রাজনীতির শিকার এখন চাতাল-মালিকরা।

এদিকে অটো মিলমালিক আলাউদ্দীন আল মামুন জানান, ব্যাংকের ইন্টারেস্টসহ শ্রমিকদের বেতন দিয়ে প্রতিদিন তার লোকসান হচ্ছে দু লাখ টাকা। এছাড়া ডাকবাংলার চাল দেশের ঘাটতি মিটিয়ে এখন বাইরের দেশেও যাচ্ছে ডাকবাংলার চাতালের চাল।