অপহৃত ফিরে বললো অপহরণ নয় স্বেচ্ছায় গেছি স্বামীর কাছে

কলেজের সামনে থেকে ছাত্রী অপহরণ মামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মহিলা কলেজের সামনে থেকে মাইক্রোযোগে কলেজছাত্রী বৃষ্টিকে অপহরণ করা হয়েছে বলে তার অভিভাবকেরা অভিযোগ তুলে মামলা করলেও বৃষ্টি বলেছে ভিন্ন কথা। গতকাল বুধবার তাকে নফরকান্দির মনিরুল ইসলাম মনিরের বাড়ি থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হলে বৃষ্টি বলেন, আমাকে কেউ অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় মনিরের সাথে গিয়ে ঢাকায় বিয়ে করেছি।
পুলিশ বলেছে, যেহেতু অপহরণ মামলার ভিকটিম, সেহেতু তাকে আদালতে হাজির করানো হবে। আদালতই সিদ্ধান্ত দেবে। বৃষ্টি চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র গ্রামের মেয়ে। সে বলেছে, নানাবাড়ি নফরকান্দি। বহুদিন ধরে মনিরের সাথে পরিচয়। ৭ মাস আগে একবার বিয়ে করি। সে দফা আমার পিতাসহ পিতার লোকজন বাড়িতে নিয়ে তালাক দেয়ায়। অথচ আমি আমার স্বামীর ঘর করতে চাই। সে কারণেই গত ২১ নভেম্বর আমি স্বেচ্ছায় স্বামীর কাছে গিয়েছি। আবারও বিয়ে করেছি।
পুলিশ বলেছে, যেহেতু বৃষ্টি কলেজছাত্রী। সে সাবালিকা বলে দাবি করছে। প্রমাণপত্রসহ ওর কথা শুনে আদালত আইনের দৃষ্টিতে আদেশ দেবে।