অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলো : বিচার সালিসে ক্ষমা প্রার্থনা

 

দর্শনা অফিস: চিকিৎসাপত্রে কোম্পানির ওষুধ না লেখায় ক্ষিপ্ত প্রতিনিধির কাণ্ডে হতবাক হয়েছেন অনেকেই। চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে লাঞ্ছিত করেছেনকোম্পানির প্রতিনিধ আ. আজিজ। বাজার কমিটির সালিসসভায় ক্ষমা প্রার্থনা ও শাস্তি নিয়ে রক্ষা পেয়েছে। দর্শনা বাসস্ট্যান্ডের প্রভা চিকিৎসালয়ের চিকিৎসক নাজমুল হুসাইনের লিখিত অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালের দর্শনা প্রতিনিধি আ. আজিজ হেলথকেয়ারের ওষুধ ব্যবস্থাপত্রে লেখার জন্য বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন। কোনো হুমকি-ধামকিতে কাজ না হওয়া অবশেষে নাজমুলকে ফাঁসাতে আজিজের স্ত্রীকে নিয়ে এ অভিযোগ তুললেন। গতপরশু সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আজিজসহ কয়েকজন নাজমুলের প্রভা চিকিৎসালয়ে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা আজিজকে আটকে রাখেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় বাজার কমিটি আয়োজন করে সালিসসভার। সালিসে আজিজের স্ত্রীকে আনা হলেও তিনি নাজমুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় বলে জানিয়ে দেন। এছাড়া আজিজ মাদকাসক্ত বলে দাবি করেছে তার স্ত্রী। সালিসসভায় আজিজসহ ৩ জন ক্ষমা প্রার্থনাসহ শাস্তি গ্রহণ করেন।