অচল হয়ে পড়েছে মার্কিন সরকারব্যবস্থা

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রে অর্থ বরাদ্দ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে শেষ মুহূর্তেও সমঝোতা হয়নি। গত সোমবার মধ্যরাতের পর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সব সেবা খাত বন্ধ হয়ে পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের গোটা সরকারব্যবস্থাই অকার্যকর হয়ে পড়েছে (গভর্নমেন্ট সিস্টেম ডাউন) বলে খবর পরিবেশন করছে মার্কিন গণমাধ্যম। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের চরম বৈরিতার কারণেই ১৭ বছর পর কেন্দ্রীয় সরকার নিয়ে দ্বিতীয়বারের মতো এমন টানাপোড়েনের ঘটনা ঘটেছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখন রিপাবলিকানদের হাতে। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও রিপাবলিকানদের হাতে। ৩০ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত পরবর্তী অর্থবছরের বরাদ্দ অনুমোদনের শেষ সময় ছিলো। এদিন প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইনের কার্যকারিতা এক বছরের জন্য পিছিয়ে দেয়ার প্রস্তাব গ্রহণ করে। স্বাস্থ্যসেবা আইনের বিরোধী রিপাবলিকান দল মূলত এর কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্যই এই কৌশল নেয়। তাদের দাবি ছিলো, সিনেটে স্বাস্থ্যসেবা আইন কার্যক্রম পিছিয়ে দেয়ার ব্যাপারটি অনুমোদন করা হোক। এর পরই তারা কেন্দ্রীয় সেবা খাতে অর্থ বরাদ্দ নিয়ে সমঝোতা করবে। তবে প্রেসিডেন্ট বারাক ওবামাসহ সিনেটে ডেমোক্র্যাটরা স্বাস্থ্যসেবা আইন কার্যক্রম নিয়ে অনড় অবস্থান নেন। গত সোমবার সন্ধ্যায় কংগ্রেসের গৃহীত স্বাস্থ্যবিমা আইন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়। দিনভর কংগ্রেসে নানা নাটকীয়তা ও উত্তেজনার পর সব ধরনের সমঝোতার সুযোগ নষ্ট হয়ে যায়।